Wellcome to National Portal
বাংলাদেশ চা বোর্ড গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৫ মার্চ ২০২১

চট্টগ্রাম চা নিলাম কেন্দ্রে আজ সোমবার সকাল ১১ ঘটিকায় (১৫.০৩.২০২১) পরীক্ষামূলকভাবে অনলাইন চা নিলাম কার্যক্রম শুরু হয়েছে। নগরীর আগ্রাবাদে অবস্থিত নিলাম কেন্দ্রে চলতি নিলাম বর্ষের (২০২০-২১) সর্বশেষ নিলামের (৪২তম) আংশিক নিলাম কার্যক্রম অনলাইন চা নিলাম সিস্টেমে পরীক্ষামূলকভাবে পরিচালনা করা হয়। বাংলাদেশ চা বোর্ডের সদস্য (অর্থ ও বাণিজ্য) ড. নাজনীন কাউসার চৌধুরী (যুগ্মসচিব) অনলাইন চা নিলামের পরীক্ষামূলক কার্যক্রমের উদ্বোধনী বক্তৃতায় বলেন, অনলাইন চা নিলাম দেশের চা নিলাম ও চায়ের বিপণন কার্যক্রমকে আরও গতিশীল করবে। এতে কোভিড পরিস্থিতিতে চা বিপণনে ও ব্যবসায় নতুন গতির সঞ্চার হবে। সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার অংশ হিসেবে বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনায় ও বাংলাদেশ চা বোর্ডের সার্বিক তত্ত্বাবধানে টি ট্রেডার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (টিটিএবি) কর্তৃক দ্রুত সময়ের মধ্যে পরীক্ষামূলভাবে অনলাইন চা নিলাম কার্যক্রম চালু করায় তিনি সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।


প্রকাশন তারিখ : 2021-03-15